বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ঢাকা শহর নিয়ে আমাদের লজ্জায় থাকতে হয় : সেতুমন্ত্রী

অপরিকল্পিতভাবে গড়ে ওঠায় রাজধানী ঢাকা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমাদের সব আছে। কিন্তু ঢাকা শহর নিয়ে আমাদের লজ্জায় থাকতে হয়। এ লজ্জার অবসান ঘটাতে হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ঢাকায় সাবওয়ে নির্মাণের সম্ভব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের খসড়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর মতামত গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ আজ বিশ্বের অর্থনৈতিকভাবে অগ্রসর ১১টি দেশের তালিকায় রয়েছে। সে বাংলাদেশের সঙ্গে এটা মানায় না, একটুও মানায় না। শেখ হাসিনার উন্নয়নের সঙ্গে এটা যায় না। এ শহরের কোন পরিকল্পনা নেই। পরিকল্পনা ছাড়াই চলছে।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বের ১৪০টি বাসের অযোগ্য শহরের মধ্যে ঢাকা ১৩৭তম। আমি ঢাকার দুই মেয়রকে স্মরণ করিয়ে দিতে চাই সবচেয়ে দূষিত ও সবচেয়ে বসবাস অযোগ্য শহরের অপবাদ আছে। এটা মাথায় রেখে কাজ করতে হবে।

তিনি বলেন, ঢাকার যে অবস্থা তাতে সাবওয়ে নির্মাণের বিকল্প নেই। আড়াই কোটি মানুষের বিশাল ঢাকা শহরের যোগাযোগ উন্নয়নে সাবওয়ে করতে শেখ হাসিনাই পারবেন। পদ্মা যে করতে পারে, সাবওয়েও সে করতে পারে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype