
অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ঠিকাদারীর কাজের উপর অযাচিত ভ্যাট-ট্যাক্স প্রত্যাহারের দাবীতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ঠিকাদার সমিতির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) ১১ টায় ফটিকছড়ি উপজেলা পরিষদের সামনে ফটিকছড়ি ঠিকাদার সমিতির আহবায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ঠিকাদার সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ শহিদুল আলম, ঠিকাদার সমিতির সিনিয়র নেতা মোহাম্মদ আকতার হোসেন, মোজাহারুল ইসলাম, কাউন্সিলর আবু তৈয়ব, কাজী তৌহিদুল আলম, বোরহান আহমেদ, জাহাঙ্গীর আলম (ছোট), ফোরকানুল আমিন, মো. আবছার, মো. আলমগীর, মোহাম্মদ রুবেল, তানভীর, রফিকুল ইসলাম, বাপ্পি, রানা, ববি, জয়নাল প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, বর্তমান সরকার উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা ঠিকাদাররাও সে উন্নয়নের অংশিদার। উন্নয়ন প্রকল্পের কাজ প্রায় ছয় মাস আমরা নিজেদের টাকায় করে পরে বিল নিই। কিন্তু একটি অসাধু ব্যবসায়ী মহল সরকারের উন্নয়নকে ব্যহত করার জন্য সিন্ডিকেট করে নির্মান সামগ্রীর দাম বাড়িয়ে দিয়েছে। এছাড়াও বক্তাগণ নির্মান সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব ও মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তাসহ সুন্দরপুর ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ চৌধুরী একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধন শেষে ঠিকাদারগণ একটি বিক্ষোভ মিছিল করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।