
বিশ্ব নারী দিবস উপলক্ষে কাট্টলী বাস্তহারা বস্তিবাসী শ্রমজীবি সমবায় সমিতি লিঃ হালিশহর বাস স্টেশন শাখার সাধারন সদস্যদের মাঝে শেয়ার কার্ড বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । চট্টগ্রাম বন্দর মেরিন কন্ট্রাক্টরস শ্রমিক জোট এর সাধারন সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন এর সভাপতিত্বে ও বাস্তহারা বস্তিবাসী শ্রমজীবি সমবায় সমিতি লিঃ হালিশহর বাস স্টেশন শাখার সভাপতি মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর এর ভারপ্রাপ্ত সভপতি হাবিবুর রহমান হাবিব ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ছিন্নমুল সংগ্রাম পরিষদের সাধারন সম্পাদক স্বপন বিশ্বাস । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাস্তহারা বস্তিবাসী শ্রমজীবি সমবায় সমিতি লিঃ চট্টগ্রাম মহানগর এর আবু আহাম্মদ , ইতিহাস৭১.টিভির প্রকাশক সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর উত্তর জেলা আহ্বায়ক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, ডিজিটাল মানবাধিকার এর বিভাগীয় সভাপতি মোহাম্মদ হাসান মুরাদ প্রমুখ সংগঠনের সম্পাদিকা মৌসুমী চৌধুরী ও অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর প্রমুখ ।