
মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যথাযথ মর্যাদার সাথে দিবসটি পালন করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ চট্টগ্রাম জেলা । একুশে ফেব্রুয়ারি শোকাবহ হলেও এর যে গৌরবোজ্জ্বল অধ্যায় তা পৃথিবীর বুকে অনন্য। কারণ বিশ্বে এ যাবতকালে একমাত্র বাঙালি জাতিই ভাষার জন্য জীবন দিয়েছে। ২১ ফেব্রুয়ারি জাতীয় ছুটির দিন। এদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। চট্টগ্রাম জেলা কমিটি থেকে কে এম রুবেল এর নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, মঞ্জুর আহমেদ সোহেল , ইয়াছিন আরাফাত, আহমেদ শাকিল, আব্দুল সফুর সাখাওয়াত শিবলী, ইতিহাসা৭১ টিভি ও নাগরিক দর্পনের প্রকাশক সম্পাদক প্রকৌশলী দিলু বুড়ুয়া জয়িতা, মামুন,শেখ আহমেদ শাকিল, আলাউদ্দিন, আব্দুল গায়ের, সাংবাদিক রতন বড়ুয়া, গনমাধ্যম কর্মী ও ইতিহাস৭১ টিভির বিশেষ প্রতিনিধি মোহাম্মদ অলিউল্লা. দিদারুল আলম, মির সালাউদ্দিন, মোহাম্মদ , জাফরুল ইসলাম, রওশান আলী, রোকনউদ্দিন জয়, আসিফ খন্দকার ,দিলু জইতা বড়ুয়া, আব্দুল ছালাম, সেলিম খোকন, মোঃ শহিদুল ইসলাম( শহিদ) জাতীয় দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার চট্টগ্রাম ব্যুরোচীফ,মোঃ রিয়াজ উদ্দিন, জাতীয় দৈনিক একুশের সংবাদ পত্রিকার স্টাফ রির্পোটার চট্টগ্রাম, মোঃ মোস্তাফিজুর রহমান দৈনিক তালাশ টাইমস পত্রিকার চট্টগ্রাম জেলা প্রতিনিধি, মোঃ শুক্কুর ও প্রমুখ।