শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদে ত্রি-বার্ষিক অধিবেশন ও কাউন্সিল সম্পন্ন।

ঐক্য শিক্ষা, সংস্কৃতি ও প্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ,কেন্দ্রীয় কমিটি’র ত্রি-বার্ষিক অধিবেশন ও ১৫তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১১ফেব্রুয়ারী) খাগড়াছড়ি সদরস্থ মিলনপুর বাত্রিকস’র কেন্দ্রীয় কার্যালয়ের অডিটোরিয়ামে ভাষা,শিক্ষা, সংস্কৃতি ক্ষেত্রে অবদান রাখায় জন্য সম্মাননা স্বারক হিসেবে ক্রেস্ট,সনদপত্র,নগদ অর্থ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ২য় অধিবেশনে ১৫তম ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় সকলের মতামতের ভিক্তিতে সিলেকশনের মাধ্যমে সুশীল জীবন ত্রিপুরাকে সভাপতি, স্নেহাশীষ ত্রিপুরাকে সাধারণ সম্পাদক এবং তাপস কুমার ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে নবগঠিত ২১সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি’র নাম ঘোষণা করা হয়।এ সময় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ উপলক্ষে বাত্রিকস’র কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দয়ানন্দ ত্রিপুরা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুশীল জীবন ত্রিপুরা।

১৫তম ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন,তোমরা সবাই নীলকণ্ঠ, ধৈর্যশীল ও নমনীয় হও। নিজে নিজে যোগ্য নই,আমরা সবাইকে নিয়ে যোগ্য হতে চাই। নতুন কমিটিতে যারা আসছেন,সবাই একসাথে সমাজের জন্য,মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাবেন। পরে নবগঠিত কমিটিদের অভিনন্দনও জানান তিনি।

তিনি আরো বলেন,প্রাণ চঞ্চল ত্রিপুরা কল্যাণ সংসদ, প্রাণবন্ত ত্রিপুরা কল্যাণ সংসদ। এ প্রাণ চঞ্চল এবং প্রাণবন্তকে আরো উজ্জ্বলভাবে সমাজ, জাতির কল্যাণে কাজ করে যাবে এ সংসদ। আপনারাই জাতি এবং সমাজ বিনির্মাণের কাণ্ডারি।পদ-পদবী কোন বিষয় না।কাজটাই আসল ফ্যাক্ট। তিনি সবসময় ত্রিপুরা কল্যাণ সংসদের পাশে থাকবেন বলে আশ্বাস ব্যক্ত করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলার সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা,বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম মহানগর শাখা’র উপ-মহাব্যবস্থাপক দীনাময় রোয়াজা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা, রণজিৎ নারায়ন ত্রিপুরা, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা আঞ্চলিক পরিষদের সদস্য রক্তোৎপল ত্রিপুরা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জসীম উদ্দীন প্রমুখ। এছাড়াও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেফালিকা ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য বাত্রিকস সহ-সভাপতি হিরন জয় ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, বাত্রিকস’র সদ্য সাবেক সাধারণ সম্পাদক অনন্ত কুমার ত্রিপুরা, সহ-সভাপতি অপূর্ব ত্রিপুরা, যুগ্ন-সাধারণ সম্পাদক খগেন্দ্র কিশোর ত্রিপুরা,অর্থ ও পরিকল্পনা সম্পাদক শাপলা দেবী ত্রিপুরা, জাবারাং কল্যাণ সমিতি’র নির্বাহী পরিচালক ও বাত্রিকস’র সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মথুরা বিকাশ ত্রিপুরা, দপ্তর সম্পাদক প্রমোদ বিকাশ ত্রিপুরা, তথ্য ও প্রচার সম্পাদক কনক বরণ ত্রিপুরা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুনেন্দু বিকাশ ত্রিপুরা, মহিলা বিষয়ক সম্পাদক বিউটি রাণী ত্রিপুরা, যুগ্ন মহিলা বিষয়ক সম্পাদক ঝর্ণা ত্রিপুরা,নারী হেডম্যান জয়া ত্রিপুরাসহ বিভিন্ন আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype