শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চবির ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের পূণাঙ্গ কমিটি গঠন

চবিতে ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোসিয়েশনের পূণাঙ্গ কমিটি গঠন। মোহাম্মদ অলিউল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বৃহত্তর ফটিকছড়ি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ফটিকছড়ি স্টুডেন্টস্ এসোশিয়েশনের ২০২১-২২ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ২০১৬-১৭ সেশননের দর্শন বিভাগের ছাত্র দাউদুল করিম সিকদার এবং সাধারণ সম্পাদক হন ২০১৭-১৮ সেশনের ইতিহাস বিভাগের ছাত্র তৌহিদুল আলম। বুধবার (৯ ফেব্রুয়ারি) ২০২০-২১ সেশনের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মিজান উদ্দিন ইরফানে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩১ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নবনির্বাচিত সভাপতি দাউদুল করিম সিকদার।
কার্যকরী এ কমিটিতে দায়িত্বপ্রাপ্তররা হলেন- সিনিয়র সহ-সভাপতি মােহাম্মদ মাসুম পারভেজ, সহ-সভাপতি শাহী আরমান রিফাত,আব্দুল বারেক সুজন,জাফর ইকবাল মাসুদ,সুস্মিতা ভট্টাচার্য্য তন্নী, যুগ্ম সাধারণ সম্পাদক আনিকা ইবনাত চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ উল্লাহ,মােহাম্মদ ইব্রাহিম সিফাত, সাংগঠনিক সম্পাদক এস এম মিরাজ, সহ-সাংগঠনিক সম্পাদক নাছরিন সুলতানা তিশা, অর্থ সম্পাদক শুভ ধর, সহ অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন, প্রচার সম্পাদক রায়হান মুনতাসির, উপ-প্রচার সম্পাদক আরফাতুল আলম, দপ্তর সম্পাদক জান্নাতুল নাইমা নাঈম, উপ-দপ্তর সম্পাদক শাহরিয়ার ইসতিয়াক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মােহাইমিন, সাহিত্য বিষয়ক সম্পাদক রেশমিন আক্তার, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়া বড়ুয়া, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মােঃ ফয়সাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক এস.এম ইব্রাহিম খলিল সাব্বির, সহ-ক্রীড়া সম্পাদক মােহাম্মদ বাদশা, ছাত্রী বিষয়ক সম্পাদক সাদিয়া সুলতানা, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক জান্নাত আরা সুক্তা, কার্যকরী সদস্য মােবারক হােসেন,ইরফান উদ্দিন,মােহাম্মদ সাকিব,মােঃ আরমান হােসেন,মােঃ সাইদুল আলম মনোনিত হয়। সভাপতি দাউদুল করিম সিকদার ও সাধারণ সম্পাদক তৌহিদুল আলম বলেন, ‘ফটিকছড়ি স্টুডেন্টস এসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফটিকছড়ির শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক সংগঠন, আমাদের সংগঠনের মাধ্যমে ফটিকছড়ির গরীব মেধাবী শিক্ষার্থীদের বার্ষিক বৃত্তি ও শিক্ষা সামগ্রী প্রদান, বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু গরিব শিক্ষার্থীদের ভর্তি কোচিং সহ যাবতীয় সহায়তা প্রদান।
ফটিকছড়ি উপজেলা ভিত্তিক ব্লাড গ্রুপিং ও অসহায় রোগিদের জন্য ফ্রি রক্ত দান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় ফটিকছড়ির পরিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ও সহযোগিতা প্রদানে ফটিকছড়ি স্টুডেন্ট এসোসিয়েশন এর হেল্প ডেস্ক স্থাপন, এসোসিয়েশন’র বার্ষিক একাডেমিক ক্যালেন্ডার প্রকাশনা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ফটিকছড়ি উপজেলা শিক্ষার্থীদের জন্য ফ্রি পরিবহণ ব্যবস্থা এবং বিভিন্ন শিক্ষা ও জনসচেতনতামূলক সভা সেমিনার ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype