
রামগড়ে রংতুলি একাডেমী’র আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক বনভোজন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। বৃহঃবার(১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী একাডেমীর উদ্যোগে সকালে রেষ্ট হাউজ প্রাঙ্গনে আলোচনা সভা, শিল্পীদের মাঝে গেন্জি বিরতণ, সম্মাননা ক্রেষ্ট প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় স্থানীয় শিল্পীদের বিভিন্ন সময়ে সহযোগীতাসহ জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ অবদান রাখায় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী এবং পৌর মেয়র রফিকুল আলম কামাল, পার্বত্যঞ্চলের সাংস্কৃতিক সংগঠক ও সম্মানীত শিক্ষক মোঃ নজরুল ইসলামসহ স্থানীয় সংবাদকর্মী ও সাংস্কৃতিক সংগঠক রতন বৈষ্ণব ত্রিপুরা’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আহসান উল্লাহ, রংতুলি একাডেমির সাধারণ সম্পাদক শাহারিয়ার আরমান, সিনিয়র নৃত্যশিল্পীদের মধ্যে – মাধুরী, তনুশ্রী, হ্যাপি, মল্লিকা, এনিকা, নিপা, মুন, পাইনুচিং, কৃষ্ট, শোভন, এমা,মেঘলা, সুমা, মাধুবী, চয়ন, মৃত্তিকা, তুশীমনি, শ্রেষ্ঠ, মোহনা, উত্তম, অভিভাবকসহ প্রমূখ।