শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

এখন পর্যন্ত ৩০ জনের নাম পাওয়া গেছে ইসি গঠনে-মন্ত্রিপরিষদ সচিব

 

নির্বাচন কমিশন (ইসি) গঠনে এখন পর্যন্ত ব্যক্তি পর্যায়ে ৩০ জনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছেন সার্চ কমিটির সাচিবিক সহায়তার দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মঙ্গলবার রাতে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দ্বিতীয় দফার বৈঠক শেষে এ কথা সাংবাদিকদের জানান তিনি।

সচিব আরও জানান যে, রাজনৈতিক দলগুলোর কাছে নামের তালিকা চেয়ে চিঠি পাঠাবে সার্চ কমিটি।
এ ছাড়া ৬০ থেকে ৬৫ বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করবে কমিটি। শনি ও রবিবার এসব বিশিষ্ট নাগরিকের সঙ্গে এই বৈঠক হবে।

এদিন বিকাল ৪টার পর ওই বৈঠকে বসে সার্চ কমিটি। কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামও ছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকের পর ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গেও বৈঠকে বসবে সার্চ কমিটি।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি প্রথম বৈঠক করে সার্চ কমিটি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype