শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু ড. শরণপাল মহাথেরোর পক্ষে শীতবস্ত্র(কম্বল) বিতরণ

কানাডার মানবিক সংস্থা “দি মাইন্ডফুল এন্ড কাইন্ড ন্যাশন” এর ফাউন্ডার চেয়ারম্যান, জাতিসংঘের শান্তি দূত, মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু, প্রফেসর ড.শরণাপাল ভিক্ষুর উদ্যোগ এবং পুলিন দীপ্তি স্মৃতি কল্যান ট্রাস্টের সার্বিক ব্যবস্থাপনায় ৮ ফেব্রুয়ারী (সোমবার) সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ২৩ জন প্রতিবন্ধীকে মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু ড. শরণপাল মহাথেরোর পক্ষে বাংলাদেশের সিলেটের প্রতিনিধি মানবতার ফেরিওয়ালা উৎফল বড়ুয়া ঘরে ঘরে গিয়ে শীতবস্ত্র(কম্বল) পৌঁছে দেন। উল্লেখ্য যে, মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু, জাতিসংঘের শান্তি দূত ড. শরণপাল মহাথেরো পক্ষে বাংলাদেশে মানবিক কাজের অংশ হিসেবে গত ১৪ জানুয়ারি শুক্রবার, দক্ষিণসুরমার শিববাড়ীস্থ নজরপুর গ্রামে ৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও ১০ জন গরীব শিক্ষার্থীর মাঝে, ২২ জানুয়ারি শনিবার দ্বিতীয় ধাপে আবারো সিলেট সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড এর শেখঘাট ও কুয়ারপাড় এলাকার একশত পরিবার ও ৮ ফেব্রুয়ারী সোমবার তৃতীয় ধাপে আবারও ২৩ পরিবার হতদরিদ্র অসহায় জনগোষ্ঠির মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। উক্ত বিতরণ কাজে প্রধান অতিথি ছিলেন ইস্পাহানি টি লিমিটেড সিলেটের বিভাগীয় ব্যবস্থাপক জনাব মোঃ আনিছুজ্জামান পাটোয়ারী। দৈনিক ইনফো বাংলা সিলেট এর বিভাগীয় প্রধান, মানবতার ফেরীওয়ালা উৎফল বড়ুয়ার সার্বিক তত্বাবধানে, উদ্বোধক ছিলেন সিলেট জেলা যুবলীগের নেতা জনাব মোঃ রেদুয়ান আহমেদ বাপ্পি, বিশেষ অতিথি ছিলেন সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহীন আহমেদ, ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, দিলু বড়ুয়া, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, অংশুমান মারমা, আব্দু্ল আলীম আলম, আবুল বশর প্রমূখ। মানবিক বিতরণ কাজে চট্টগ্রাম থেকে ভার্চুয়াল যুক্ত ছিলেন পুলিন-দীপ্তি স্মৃতি কল্যান ট্রাস্টের সাধারণ সম্পাদক যীশু বড়ুয়া। বিতরণ কাজে বক্তারা বলেন, ধর্মীয় কর্মকান্ডের পাশাপাশি সুদূর কানাডা প্রবাসী বৌদ্ধ ভিক্ষু মত স্বদেশ গরীব অসহায় মানুষের মাঝে প্রবাসী সহ সমাজের সকলের ও সামাজিক রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের উচিত অসহায় দুঃস্থদের পাশে দাঁড়ানো। আমাদের এখন প্রয়োজন নৈতিকতা সম্পন্ন আলোকিত মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ। আর আমরা সবাই যদি নৈতিকতা সম্পন্ন আলোকিত মানবিক গুণাবলি সম্পন্ন হয়ে স্ব স্ব অবস্থান থেকে দেশে গরীব, দুঃখী, অসহায় মানুষের কল্যানে এগিয়ে যেতাম তাহলে সম্ভাবনার বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যেত। বক্তারা আরো বলেন,বৈশ্বিডক মহামিরি করোনা কালীন সময়ে সকলকে সচেতন থাকা, বিধি নিয়ম মেনে চলা, মাস্ক ব্যবহার করা, যথাসময়ে করোনা টিকা নেওয়ার কথা বলেন

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype