
মায়ের আর্শীবাদ একতা সংঘের উদ্যোগে হৃদয় টিভি ও রাগিনী কালেকশন এর পক্ষ থেকে গরীব, দুঃখী, অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন লিফ ম্যাগাজিন এর সম্পাদক তসলিম হাসান হৃদয় । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Raginee’s Collection এর স্বতাধীকারি নাছরিন তমা,হৃদয় টিভির সিনিয়র সদস্য মোঃ কামাল, সাংবাদিক রতন বড়ুয়া চট্টগ্রাম আইন কলেজ ছাত্রী বিষয়ক সম্পাদিকা রক্সি জাহান সহ অনেকেই। অনুষ্ঠান পরিচালনা করেন বিজয় দাশ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এই স্লোগান সামনে রেখে হিন্দু,মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কাধে কাধ রেখে সমাজের জন্য, মানুষের জন্য কাজ করে যাবো। তাহলে আমাদের সমাজে থাকবেনা কোনো হিংসা, বিদ্বেষের, মারামারি, হানাহানি যুদ্ধ-বিগ্রহ। সবার মনে রাখতে হবে আমরা মানুষ। বিশেষ অতিথি নাসরিন তমা বলেন, আমরা সবাই এভাবে মানবতার কাজ করে যাবো। আমাদের প্রতেকদিন কিছু না কিছু ভালো কাজ করা উচিৎ। তাহলে সমাজের শান্তি ফিরে আসবে।