রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মিরসরাইয়ে সৃজন যুব সংঘের ৫ম বর্ষপূর্তি উদযাপন

 মিরসরাইয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সৃজন যুব সংঘের ৫ম বর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার নিজামপুর কলেজ বাজারে অবস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান সৃজন যুব সংঘের সভাপতি আসিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাঈমুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বর্ষপূতি উপলক্ষে আয়োজনের মধ্যে ছিল আলোচনা সভা, সম্মাননা প্রদান, কেক কাটা, মিরসরাই উপজেলার জরুরী মোবাইল নাম্বারের পেস্টুন উন্মোচন। সংগঠনের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সায়েমের কোরআন তেলাওয়াত ও শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক তাপস নাথের গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এসময় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহম্মেদ, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দ্বীন মোহাম্মদ, মধ্যম আমবাড়িয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন, মিরসরাই প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন, নবজাগরণ সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, চট্টগ্রাম হিল ভিউ’র ডিরেক্টর ওমর ফারুক, মিরসরাই প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সংগঠনের সভাপতি আকবর হোসেন, স্বপ্নতরী-৭১ এর সভাপতি খান মোহাম্মদ মোস্তফা, সৃজন যুব সংঘের আজীবন সদস্য সাফায়েত মেহেদী, সমাজকল্যাণ সম্পাদক আশিকুন্নবী শাকিব, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু নোমান প্রমুখ।
এসময় ৮ জনকে বিভিন্ন অবদানের জন্য সম্মাননা জানানো হয়। তারা হলেন সমাজসেবায় মিরসরাই উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিঠু, সংগঠনের উপদেষ্টা হিসেবে এম আনোয়ার হোসেন, পৃষ্ঠপোষক হিসেবে তৌহিদ উদ দৌজা, একরামুল হক, মোহাম্মদ নবী, ওয়াসিম একরাম, লোকমান আনছারী, মোহাম্মদ মামুন
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype