শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

চিটাগাং চেম্বার ও ওয়েলস্-বাংলাদেশ চেম্বার অব কমার্স’র মধ্যে সমঝোতা স্মারক সম্পাদন

 দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) এবং যুক্তরাজ্যের ওয়েলস্-বাংলাদেশ চেম্বার অব কমার্স’র মধ্যে একটি সমঝোতা স্মারক ০৩ ফেব্রুয়ারী বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে সম্পাদন করা হয়। চিটাগাং চেম্বারের পক্ষে চেম্বার সভাপতি মাহবুুবুল আলম এবং ওয়েলস্-বাংলাদেশ চেম্বার অব কমার্সের পক্ষে ডাইরেক্টর জেনারেল মোঃ ইমতিয়াজ হুসাইন (জ্যাকি) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় অন্যান্যদের মধ্যে করিম এন্ড করিম’র সিইও রেজাউল করিম, মেহেরুবা মাহবুব ও চেম্বার সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন।
চেম্বার সভাপতি মাহবুুবুল আলম বলেন-বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে দৃঢ় ব্যবসায়িক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। তিনি চিটাগাং চেম্বার ও ডবিøউবিসিসি’র মধ্যে স্বাক্ষরিত এ সমঝোতা দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং ব্যবসায়ী সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়নে সহায়ক হবে বলে মন্তব্য করেন। চেম্বার সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ওয়েলস উদ্যোক্তাদের বিনিয়োগ প্রত্যাশা করেন। ডবিøউবিসিসি ডাইরেক্টর জেনারেল মোঃ ইমতিয়াজ হুসাইন (জ্যাকি) বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করে ওয়েলস ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাবৃন্দ বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছেন।
পাশাপাশি বাংলাদেশী অভিবাসী উদ্যোক্তাদের অত্র অঞ্চলে বিনিয়োগ ও ব্যবসা সহজীকরণের লক্ষ্যে তাঁরা চেম্বারের সাথে নিবিড়ভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। বেসরকারি খাতের উন্নয়নে সিসিসিআই এবং ডবিøউবিসিসি যৌথভাবে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন। সমঝোতা স্মারকের পূর্বে (ডব্লিওবিসিসি)’র ডিজি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পারমানেন্ট এক্সিবিশন হল পরিদর্শন করেন।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype