
রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের নতুনপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো: মোস্তফা (৩৫) নামে একব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩১ জানুয়ারী) সন্ধ্যা ৬টার সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার তাকে এই জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত মোস্তফা রামগড় ইউনিয়নের খাগড়াবিল গ্রামের মো: হানিফ বাচ্চু কোম্পানীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অবৈধভাবে নদীর বালু উত্তোলনের দায়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার এ প্রতিনিধিকে বলেন,উপজেলায় অবৈধ ভাবে পাহাড় কাটা ও বালু সহ কৃষি জমির টপসয়েল উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবে না বলে জানান