রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সিলেটকে হারিয়ে ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে চট্টগ্রাম

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল জয় তুলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ১৭ রানে হারিয়েছে বরিশাল। সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে সিলেট সানরাইজার্সকে ১৬ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
সাগরিকায় ইংলিশ-ঝড়ে ৫ উইকেটে ২০২ রানের সৌধ গড়ে চট্টগ্রাম। ইংলিশ ব্যাটার উইল জ্যাকস ১৯ বলে ৫২ ও আরেক ইংলিশ খেলোয়াড় বেনি হাওয়েল ২১ বলে ৪১ রান করেন। এছাড়া আফিফ হোসেন ২৮ বলে ৩৮ ও সাব্বির রহমান ২৯ বলে ৩১ রান করেন। উইল জ্যাকস মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। এটা বিপিএলের ইতিহাসে তৃতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি।

রান তাড়া করতে নেমে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লেন্ডল সিমন্সকে দলীয় ৯ রানেই হারায় সিলেট। এর পরও এনামুল হক বিজয় ও কলিন ইনগ্রামের অনবদ্য জুটিতে ম্যাচে ছিল সিলেট। এ দুজন বোর্ডে যোগ করেন ১১২ রান। যদিও তাদের বিদায়ের পর ম্যাচ হেলে পড়ে চট্টগ্রামের দিকে। ১৮তম ওভারে বিজয়, মোসাদ্দেক হোসেন ও রবি বোপারাকে আউট করে তৃতীয় বাংলাদেশী ও সব মিলিয়ে ষষ্ঠ বোলার হিসেবে বিপিএলে হ্যাটট্রিক করেন মৃত্যুঞ্জয় চৌধুরী। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৬ রান তুলতে সমর্থ হয় সিলেট। বিজয় ৪৭ বলে ৭৮ ও ইনগ্রাম ৩৭ বলে ৫০ রান করেন। চট্টগ্রামের মৃত্যুঞ্জয় ৩৩ রানে তিনটি ও নাসুম আহমেদ ১৮ রানে দুটি উইকেট নেন। ম্যাচসেরা মৃত্যুঞ্জয়।

শীর্ষ দুটি পদে রদবদলের দিনই উড়ল চট্টগ্রাম। হেড কোচ পল নিক্সন ব্রিটেনে ফিরে গেছেন। যাওয়ার সময় পরামর্শ দিয়ে যান, অলরাউন্ডার হিসেবে আরো ভালো পারফর্ম করাতে মিরাজকে ‘ফ্রি’ রাখা উচিত। এ কারণে কাল সিলেটের বিপক্ষে ম্যাচে তার জায়গায় নাঈম ইসলামকে দায়িত্ব দেয় চট্টগ্রাম ম্যানেজমেন্ট। এ ম্যাচেই রান উৎসব করল দলটি। গতকালের এ জয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে টপকে টেবিলের শীর্ষে উঠেছে চট্টগ্রাম। ৫ ম্যাচে তিন জয় পাওয়া চট্টগ্রামের পয়েন্ট ৬। কুমিল্লা ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে।

আগের ম্যাচে ১৪২ রানের টার্গেটে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল খুলনা। যদিও মেহেদী হাসান রানা ১৯তম ওভারে তিনটি উইকেট তুলে নিয়ে খুলনার সেই সম্ভাবনা শেষ করে দেন। ওই ওভারে তিনি সাজঘরে ফেরান ফরহাদ রেজা, শরিফউল্লাহ ও মুশফিকুর রহিমকে। অধিনায়ক মুশফিকুর ৩৬ বলে ৪০ রান নিয়ে দলের পক্ষে সর্বোচ্চ স্কোরার। এছাড়া ইয়াসির আলী ২৩ ও থিসারা পেরেরা ১৯ রান করেন। রানা ৩ ওভারে ১৭ রানের খরচায় চার উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন। এছাড়া জ্যাক লিনটট ১৯ রানে ও মুজিব উর রহমান ২২ রানে দুটি করে এবং সাকিব আল হাসান ও শফিকুল ইসলাম একটি করে উইকেট নেন।

এর আগে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের ব্যাটে ভর দিয়ে লড়াইয়ের পুঁজি পায় বরিশাল। ৩৪ বলে ৪৫ রান করেন তিনি ৬ বাউন্ডারি ও ২ ছক্কায়। এছাড়া তৌহিদ হূদয় ২১ বলে ২৩ ও নাজমুল হোসেন শান্ত ১৫ বলে ১৯ রান করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype