
মরহুম ইসমাইল ফকির মাইজভান্ডারী জীবন অনুসরন করে আর্দশ সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার জন্য মহান রাব্বুল আলামিন হেদায়েত দান করুক।মাইজভান্ডারী মাইজভান্ডার দরবার শরীফের প্রচার-প্রসারে নিবেদিত প্রাণ ও বিশ্ব অলি শাহানশাহ্ জিয়াউল হক মাইজভান্ডারীর অনুগ্রহ প্রাপ্ত ও আস্থাভাজন ছিলেন মরহুম ইসমাইল মাইজভান্ডারী।তাঁর খেদমত কবুল করে তাকে জান্নাতের উচু মোকাম দান করুক এই ফরিয়াদ রইল আল্লাহুর দরবারে।২৮ জানুযারী শুক্রবার সকাল ১১ টার সময়ে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের সাহানগর এলাকায় মরহুমের জানাজায় মাইজভান্ডার দরবার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের শাজ্জাদানশীল রাহেবারে আলম সৈয়দ হাসান মাওলা মাইজভান্ডারী সংক্ষিপ্ত বক্তব্য ও মোনাজাতে একথা বলেন।
মরহুম ইসমাইল ফকির মাইজভান্ডারীর জানাজার নামাজে আরো উপস্থিত ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রয় পর্ষদ সাংগঠনিক সম্পাদক কাজী ইউছুফ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেন, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য শাহেদ আলী চৌধুরী, জসিম উদ্দিন জিকু, মাকসদুল আলম হাসনু. আল্লামা হাবিবুল হোসাইন মাইজভান্ডারী, মনজুরুল ইসলাম চৌধুরী, এস এম মহিবুল্লাহ, জাকের হোসেন মাষ্টার, ইউছুফ আলী, রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, মনসুর উদ্দিনসহ মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয়, চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন জেলা উপজেলা শাখা সংগঠনের নেতৃবৃন্দ। জানাজার নামাজে ইমামতি করেন আল্লামা হাফেজ আবুল কালাম।নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজার নামাজ ও দাফন কাজ শেষ করে গাউসিয়া হক মঞ্জিলের শাজ্জাদানশীল রাহেবারে আলম সৈয়দ হাসান মাওলা মাইজভান্ডারী ছত্র পাড়া এলাকায় আবদুর রাজ্জাক মাইজভান্ডারীর কবর জেয়ারত করেন। উল্লেখ বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)এর একনিষ্ঠ ভক্ত ও মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সহ সম্পাদক মুহাম্মদ ইসমাইল ফকির মাইজভান্ডারী ( ৭৫) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেল-তিন মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান