মঙ্গলবার-১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সাংস্কৃতিক সংগঠন ‘রংতুলি একাডেমি’র” রামগড় পৌর মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ

সদ্য নির্বাচিত রামগড় পৌর মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘রংতুলি একাডেমি’র” পরিবারের শিল্পীবৃন্দ। বৃহঃবার(২৭ জানুয়ারী-২০২২ইং) সকাল ১১টায় পৌরসভা কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করা হয়। সৌজন্য সাক্ষাৎকালে রংতুলি একাডেমী’র শিল্পী বৃন্দের পক্ষ থেকে পৌর মেয়র মোঃ রফিকুল আলম কামালকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

পৌর মেয়র রফিকুল আলম কামাল স্থানীয় শিল্পীদের উদ্দেশ্যে বলেন, ১৯২০ সালের সাবেক প্রাচীন মহকুমা শহরের শিক্ষা, সাংস্কৃতিক ক্রীড়া অঙ্গনে দেশ-বিদেশে বেশ ভূমিকা রেখেছিলো। আজ সে ভুমিকা প্রায় বিলিনের পথে। তাই স্থানীয় শিল্পীদেরই সে ঐতিহ্য ভুমিকা রাখার আহবান জানান। এবং পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহযোগীর আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-৩ কণিকা বড়ুয়া, কাউন্সিলর আহসান উল্ল্যাহ, রংতুলি একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি ও সংবাদকর্মী রতন বৈষ্ণব ত্রিপুরাসহ শিল্পীবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype