
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের নেতৃবৃন্দ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব হাছান মাহমুদ এম. পির সাথে তাঁর মিন্টু রোডস্থ সরকারী বাসভবনে সাক্ষাৎ করেন।
নেতৃবৃন্দ মহামান্য ২৮তম সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরো জাতীয় অন্তেষ্টীক্রিয়া উদযাপন পরিষদের পক্ষ থেকে আগামী বছরে মার্চ ২, ৩ ও ৪, ২০২২ সালে তিনদিনব্যাপী আন্তর্জাতিকভাবে অনুষ্ঠিতব্য অন্তেষ্টিক্রিয়ার সামগ্রিক অনুষ্ঠান সম্পর্কে তাঁকে অবহিত করেন। উক্ত অনুস্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে যোগদান করবেন ও তাঁর পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস তিনি নেতৃবৃন্দকে প্রদান করেন।
উক্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলে ছিলেন অন্তেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের কার্য্যকরী সভাপতি – পি. আর. বড়ুয়া, মহাসচিব – প্রফেসর ডঃ বিকিরণ প্রসাদ বড়ুয়া, সহ-সভাপতি – রনজিত কুমার বড়ুয়া, উর্ধতন যুগ্ম মহাসচিব – দেবপ্রিয় বড়ুয়া, যুগ্ম মহাসচিব – প্রফেসর ডঃ সুমন কান্তি বড়ুয়া, যুগ্ম মহাসচিব – অনুপম বড়ুয়া ও প্রচার সংঘের আইন সচিব – প্রদীপ বড়ুয়া প্রমুখ নেতৃবৃন্দ। পর্যায়ক্রমিকভাবে সরকারের মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সাংসদবৃন্দ ও মেয়রবৃন্দ সহ বিভিন্ন গুরুত্বপূ্র্ণ ব্যক্তিত্বমন্ডলী সহ ঢাকা অবস্হানরত বিভিন্ন বন্ধুরাস্ট্রের রাস্ট্রদূতদের সঙ্গেও প্রচার সংঘের নেতৃবৃন্দ মত বিনিময় করবেন