বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাউজান কলেজ মাঠে ১৫দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে রাউজানে ১৫দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদ্বোধন করা হয়েছে।রোববার ( ১৯ডিসেম্বর) বিকালে রাউজান সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত এই বিজয় মেলা জাতীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে বণার্ঢ্য আয়োজনের শুভ সূচনা করা হয়। পরে বিজয় মঞ্চে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, আলোচনা ও প্রতিবন্ধী সমাবেশ অনুষ্ঠিত হয় । বিজয় মেলার উদ্বোধক করেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সাংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরওয়ার কামাল (দুলু)। আলেচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহা নগর আ.লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। বিজয় মেলা উদযাপন পরিষদের আহবায়ক,রাউজান উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও বিজয় মেলা উদযাপন পরিষদের সচিব, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, তরুন রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী, বিশ্ব ব্যাংকের সাবেক পরামর্শক শাহ আলম চিত্র নায়িকা অপু বিশ্বাস,নাট্যকার মীর সাব্বির,দিপলু দে দিপু, সবুজ দে বানুসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি,শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype