
রাউজানের ডাবুয়া ইউনিয়নে ৭৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর দেওয়া পাকা ঘর পেয়ে আনন্দিত।এত -সুন্দর পরিবেশ ও মানসম্মত পাকা ঘরে মাথা গোঁজার ঠাঁই মিলেছে এসব পরিবারের।আশ্রয়ণের অধিকার- শেখ হাসিনা উপহার’ এই স্লোগান বাস্তবায়নে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে এসব ঘর নির্মাণ করে দেয়া হয়। দৈর্ঘ্য সাড়ে ১৯ ফুট,২২ ফুট প্রস্থসহ ১০ইঞ্চি ইটের উপর ৫ইঞ্চি দেয়ালের গাঁথুনী দিয়ে সাড়ে ৮ ফুট উচ্চতা সম্বলিত একটি ঘরে বারান্দা,৮ ফুট করে দু’টি কক্ষ, একটি রান্না ঘর, একটি লেট্রিন,পানিও জলের ব্যবস্থা আছে প্রতিটি পরিবারের জন্য। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে প্রায় এক লক্ষ ৭১ হাজার টাকা।
গতকাল রোববার বিকালে আনুষ্ঠানিকভাবে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ সুবিধাভোগীদের মধ্যে এসব ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন।এসময় স্থানীয় চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নেয়াজ মোর্শেদ,ইউপি সদস্য মিঠু শীল, শাহাদাত হোসেন তালুকদার,মোরশেদ চৌধুরী, হাসান,ইসমাইল প্রমুখ। ইউএনও বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে।নির্মিত ঘর গুলোর কাজ অনেক ভালো হয়েছে, নতুন ঘরে দুটি কক্ষ,একটি বারান্দা,রান্না ঘর,লেট্রিন,পানিও জল ব্যবস্থাসহ নানা সুযোগসুবিধা রয়েছে।তাঁরা নতুন ঘরে মাথা গোঁজার ঠাঁই হওয়ায় খুশিতে আত্মহারা।
তিনি আরো বলেন, তাঁরা ঘরে আঙ্গিনায় হাঁস, মুরগি পালন করতে পারবে।তারা যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্য তাদেরকে অর্থ সহায়তা প্রদান করা হবে।নতুন ঘর পেয়ে খুশি কয়েকটি পরিবার বলেন, স্বপ্নেও কোনো দিন ভাবিনি সেমি পাকার ঘরে ঘুমাতে পারবো। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পাকার ঘর উপহার দিয়েছেন তাই আমরা আনন্দিত হয়েছি। অসহায় পরিবার গুলো মাথা গোঁজার ঠাঁই পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি এবিএম ফজলে করিম চৌধুরী জন্য প্রাণভরে দোয়া করেন।