শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মানিকছড়িতে এক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীসহ ২১জনের মনোনয়ন প্রত্যাহার

ইউপি নির্বাচনে ইউপি নির্বাচনে  ৪র্থ ধাপে গতকাল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে মানিকছড়িতে এক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী,১জন সংরক্ষিত প্রাথী ও ১৯জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিনা ভোটে এক চেয়ারম্যান ও ৯জন সাধারণ সদস্য বিনা ভোটে জনপ্রতিনিধি হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন। উপজেলার ৩ ইউপি’র নির্বাচনে গত ২৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে ৩জন দলীয়(নৌকা), ২জন বিদ্রোহী ও ২জন স্বতন্ত্র প্রার্থী, সাধারণ সদস্য পদে ৯৬জন ও সংরক্ষিত সদস্য পদে ৩০জনসহ মোট ১৩৩জন মনোনয়নপত্র দাখিল করেন। বাছাইপর্বে ১জন সাধারণ সদস্য পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। গতকাল(৬নভেম্বর)মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগের একজন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী, ১জন সংরক্ষিত ও ১৯জন সাধারণ সদস্য প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

ফলে মানিকছড়ি ইউপিতে নৌকা প্রতীকে নির্বাচনী মাঠে রয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, বিদ্রোহী হিসেবে দলের উপদেস্টা মন্ডলীর সদস্য যোগ্য মারমা ও স্বতন্ত্র হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জামাল উদ্দনি(হাতপাখা) ।

২নং বাটনাতলী ইউপিতে নৌকা প্রতীকে-মো. আবদুর রহিম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মংসাপ্রূ মারমা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ৪নং তিনটহরীতে বিদ্রোহী প্রার্থী এসএম আনোয়ার হোসেন ভূইঁয়া মনোনয়ন প্রত্যাহার করায় বিনা ভোটে চেয়ারম্যান হচ্ছেন বর্তমান চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। সাধারণ সদস্য পদে মানিকছড়ি ইউপিতে ৩৬জন প্রার্থীর মধ্যে ৪জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এরা হলেন, ৫ নং ওয়ার্ডে মো. কামাল হোসেন, ৬ নং ওয়ার্ডে মো. আবদুর রহিম ও মো. ফারুক মিয়া এবং ৯ নং ওয়ার্ডে মাওলানা আবদুল মচজদ নিজামী। এখানে সংরক্ষিত সদস্য প্রার্থী ১৩জন। ২নং বাটনাতলী ইউপিতে ২৯ জন সাধারণ সদস্য প্রার্থীর মধ্যে ৭জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এরা হলেন, ৪ নং ওয়ার্ডে মো. কামাল হোসেন,৫ নং ওয়ার্ডে মোহাম্মদ সুরুজ মিয়া, ৬ নং ওয়ার্ডে মো. আবদুল করিম ও মো. সামছুল ইসলাম, ৭ নং ওয়ার্ডে মো. হানিফ মিয়া,৮ নং ওয়ার্ডে লাব্রেচাই মারমা, ৯ নং ওয়ার্ডে বরেন্দ্র ত্রিপুরা। এখানে সংরক্ষিত সদস্য প্রার্থী ৭জন। ৪নং তিনটহরী ইউপিতে ৩১জন সাধারণ সদস্য প্রার্থী ৮জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এরা হলেন, ৪ নং ওয়ার্ডে মো. রমজান হোসেন, মো. আবদুল করিম, মো. ফারুক হোসেন, আলী আশ্রাফ,৭নং ওয়ার্ডে মোহাম্মদ আলী, আবুল হাশেম ও ক্যজাই মারমা, ৯ নং ওয়ার্ডে মো. জাহাঙ্গীর হোসেন।

সংরক্ষিত পদে মরিয়ম বেগম প্রত্যাহার করায় এখন প্রার্থী ৮জন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন (সোমবার) একজন চেয়ারম্যান প্রার্থী এসএম আনোয়ার হোসেন ভূইঁয়া, একজন সংরক্ষিত মরিয়ম বেগম ও ১৯জন সাধারণ সদস্য প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। কাল মঙ্গলবার প্রার্থীত সকল প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype