
তিন পার্বত্য জেলার সংরক্ষিত আসনের মহিলা সাংসদ বাসন্তী চাকমার উদ্যোগে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দে মানিকছড়িতে অর্ধশত দুঃস্থ ও দরিদ্র পরিবারে ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে তিন পার্বত্য জেলার মহিলা সাংসদ বাসন্তী চাকমার অনূকুলে বরাদ্দ থেকে উপজেলার ৫০ জন দুঃস্থ ও দরিদ্র পরিবারে ত্রাণ হিসেবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটরিয়াম চত্বরে দুঃস্থ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) তামান্না মাহমুদ,জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন। এ সময় যুবলীগ সভাপতি মো.সামায়উন ফরাজী সামুসহ আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ