শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

জ্যোতি ফোরামের আয়োজনে পবিত্র ফাতেহা-এ-ইয়াজদাহুম উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ কিয়াম সম্পন্ন

মাইজভান্ডারী আদর্শবাহী সংগঠন জ্যোতি ফোরাম চট্টগ্রাম শহর ইউনিটের আয়োজনে ‘পবিত্র ফাতেহা-এ-ইয়াজদাহুম’ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল গত ২৮/১১/২০২১ ইং চট্টগ্রাম শহরের মুরাদপুরস্থ আপন গার্ডেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জ্যোতি ফোরামের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ শফিউল আজিম সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক, জ্যোতি ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,
“মাইজভান্ডার দরবার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভান্ডারী (মঃজিঃআঃ) এর আনুগত্যের মাধ্যমেই গাউসুল আজম দস্তগীর এবং গাউসুল আজম মাইজভান্ডারী (কঃ) এর মাহাত্ম্য উপলব্ধি করা সম্ভব হবে।”
প্রচার সম্পাদক মাসুদুল করিম মুরাদের সঞ্চালনায় পবিত্র কোরান তেলওয়াত করেন সদস্য আরিফুর রহমান এবং মাইজভান্ডারী সংগীত পরিবেশন করেন হুমায়ুন রশীদ ফয়সাল। স্বাগত বক্তব্য প্রদান করেন উপদেষ্টা ওমর ফারুক। এরপর বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী এস এম এমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাতকানিয়া জাফর আহমদ কলেজের সাবেক অধ্যক্ষ জনাব আবু মোহাম্মদ, মুহাম্মদ নুরুল আনোয়ার, এস এম এমরান, আবু সাহাদাত মুহাম্মদ সায়েম সুমন, মুহাম্মদ কামাল উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন জ্যোতি ফোরামের উপদেষ্টা সাইফুল ইসলাম, বাবু সেন, সাংবাদিক রফিকুল ইসলাম, সাইফুদ্দীন চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মিয়া আলতাফ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহীম, মোঃ এহসান উল্লাহ, কামরুল ইসলাম রাফি, মোঃ হাসান লোকমান, রুপন চক্রবর্তী, রাজন আচার্য্য, পারভেজ ভুঁইয়া, সৈকত, প্রতীকসহ আরও অনেকে।
সভাপতি উনার বক্তব্যে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন এবং মিলাদ-কিয়াম পরিচালনা করেন। প্রধান অতিথির মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype