শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাউজানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি’ তিনটি বেকারীতে অভিযাণ

চট্টগ্রামের রাউজানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি এবং খাবারে বিষাক্ত কেমিক্যাল মিশ্রণের দায়ে এক বেকারী মালিককে ৩০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে রাউজান উপজেলার হলদিয়া আমির হাট বাজারে এ অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

এসময় এয়াছিন শাহ্ বেকারীর এন্ড মিষ্টি বিপনীর স্বত্ত্বাধিকারী শহীদুল ইসলামকে ৩০ হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়। এছাড়াও গত মঙ্গলবার দুপুরে রাউজান সদরস্থ বটতল ও মুন্সিরঘাটায় পৃথক এ অভিযান চালিয়ে ইজি ফুড বেকারির স্বত্বাধিকারী গোলাপ উদ্দিনকে ৫০ হাজার এবং হাই ফুড বেকারির স্বত্বাধিকারী মো. কামালকে ৫০ হাজার টাকার অর্থদণ্ড দেয়া হয়।

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ বলেন,অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি এবং মেয়াদোর্ত্তীণ পণ্য মজুদ রাখায় ইতিমধ্যে তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছি। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype