শনিবার-৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পুত্র শোকে গুরুতর অসুস্থ মা।

পুত্র শোকে গুরুতর অসুস্থ মা।

মোঃ মহিউদ্দীন সুমন চট্টগ্রাম

হে আওয়ামী সংগঠন তোমাকে ভালোবেসে নিজের জীবন যৌবন তোমার তরে বিলিয়ে দিয়ে নুর মোস্তফা টিনু কি পাপ করেছেন??? আর কতোদিন তাকে অমানবিকভাবে বন্দি করে রাখা হবে??? হে জাতি তুমি কি আজ বিবেকহীন??? হে জাতির পিতা, তোমার সন্তানরা ভালো নেই। তুমি ক্ষমা করো আমাদের।

আওয়ামী সংগঠনের জন্য নিজের জীবন যৌবন বিলিয়ে দেওয়া নুর মোস্তফা টিনু ষড়যন্ত্রমুলক উদ্দেশ্যপ্রনোদিত মিথ্যা মামলায় গত ২২ সেপ্টেম্বর ২০১৯ ইং থেকে আজ অবদি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি। দেশে যেনো আজ ন্যায় বিচার নাই, জাতি যেনো আজ বিবেকহীন। চিৎকার করে বলতে ইচ্ছে করে, একজন রাজনৈতিক নেতাকে আর কতোদিন মিথ্যা মামলায় অন্যায় অমানবিকভাবে কারাবন্দী করে রাখা হবে??? বেইমান বিশ্বাসঘাতকে ভরে গেছে আজ পুরো আওয়ামী সংগঠন। যার কারনে, প্রিয় নেত্রীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এতো সাফল্য সফলতার পরেও মানুষ সরকারকে নিয়ে সমালোচনা করে। এর জন্য তারাই দায়ী, যারা নুর মোস্তফা টিনুদের মতো নেতাদের মিথ্যা মামলায় কারাবন্দী করে রেখেছে। এর জন্য তারাই দায়ী, যাদের কারনে আদালতে বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর জন্য তারাই দায়ী, যাদের কারনে সরকারের সুনাম ক্ষুন্ন হচ্ছে। আদালতের দ্বারে দ্বারে ঘুরেও আজ ন্যায় বিচার পাওয়া যাচ্ছে না। নুর মোস্তফা টিনুর বিচার কার্যক্রম নিয়ে করা হচ্ছে নানান তাল-বাহানা। তার প্রতি চরম অন্যায় অবিচার করা হচ্ছে। পুত্র সন্তানের জনক হওয়ার পরেও, কোন অপরাধে টিনু ভাই তার সন্তানের চেহেরা এখনো দেখতে পারেননি?? টিনু ভাইয়ের শোকে কেনো তার গর্ভধারিণী মা গুরুতর অসুস্থ??? কোন অপরাধে টিনু ভাই অসুস্থ মায়ের পাশে থাকতে পারছেন না??? আল্লাহ না করুন, টিনু ভাইয়ের শোকে যদি আজ তার গর্ভধারিণী অসুস্থ মায়ের কোনো অঘটন ঘটে যায়, তাহলে তার মৃত্যুর দ্বায়ভার কে নিবে??? সংগঠন করা কি অপরাধ?? নিজের জীবনের ঝুকি নিয়ে, চকবাজার, চট্টগ্রাম কলেজ, এবং মহসিন কলেজকে জামাত-শিবির মুক্ত করে প্রিয় নেত্রীকে উপহার দেওয়া কি নুর মোস্তফা টিনুর অপরাধ??? তবে, কি এর জন্যই নুর মোস্তফা টিনুকে অন্যায়-অমানবিকভাবে কারাবন্দী করে রাখা হয়েছে?? হে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনি দেখুন, আপনার ডাকে সাড়া দিয়ে আপনার সংগঠনের ভিত্তি মজবুত করে রাখার জন্য রাজপথে পড়ে থাকা আপনার সন্তানের আজ করুন পরিনতি! দেখুন, কিভাবে আজ আপনার সন্তানকে সংগঠন করার অপরাধে মিথ্যা মামলায় কারাবন্দী করে রাখা হয়েছে!

হে আল্লাহ তুমি সবচেয়ে বড় ন্যায় বিচারক।🤲 তোমার আদালতের চেয়ে বড় কোনো আদালত নাই।🤲 হে আল্লাহ তুমি দয়া করে তোমার আদালত থেকে নুর মোস্তফা টিনু ভাইকে জামিন দিয়ে দাও।🤲 তার গর্ভধারিণী মাকে সুস্থতা দান করে হায়াতে তাইয়েবা বকসিস করুন।🤲 হে আল্লাহ তুমি নিজ কুদরতি হাতে নুর মোস্তফা টিনু ভাইকে উত্তম হেফাজত করুন।🤲

পোস্টটি ফেইসবুক পেইজ “আমাদের নুর মোস্তফা টিনু ভাই” থেকে নেওয়া।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype