শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

দলীয় ভোটে বাটনাতলী ও তিনটহরী ইউনিয়নে নৌকার প্রার্থী নির্বাচন

মানিকছড়িতে ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়নে দলীয় বর্ধিত সভার মাধ্যমে প্রার্থী নির্বাচন চলছে। এতে তৃণমূলের দলীয় নেতাকর্মী ( ভোটার) প্রত্যক্ষ ভোটে নৌকার কর্ণধার নির্বাচিত করা হচ্ছে। শনিবার উপজেলার ২ নং বাটনাতলী ও গত শুক্রবার ৪ নং তিনটহরী ইউপিতে বর্ধিত সভার মাধ্যমে আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নৌকার কর্ণধার নির্বাচন করা হয়েছে।

শনিবার বিকাল ৩ টায় ডাইনছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্টিত বর্ধিত সভায় ৮৭ জন ভোটারের মধ্যে ৮৫ জন গোপন ব্যালটে ভোট প্রদান করেন। এতে প্রার্থী ছিলেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মো. শহীদুল ইসলাম মোহন, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মো.আবদুর রহিম ও সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আলমগীর হোসেন।

বর্ধিত সভায় অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, এম. এ. রাজ্জাক ও মো. আবুল কালাম , যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম. এ. জব্বার, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম,
ভাইস চেয়ারম্যান ও সাবেক যুবলীগ সভাপতি মো. তাজুল ইসলাম বাবুল,উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়সহ ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

ভোট গ্রহন শেষে গণনায় ৪৬ ভোট পেয়ে নৌকা প্রতীকের কর্ণধার নির্বাচিত হন মো. আবদুর রহিম। ২১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন বর্তমান চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মোহন এবং ১৭ ভোট পেয়েছেন মো. আলমগীর হোসেন।
অন্যদিকে গত শুক্রবার তিনটহরী ইউনিয়নে একই পদ্ধতিতে তৃণমূলের ভোটে নৌকা প্রতীক প্রাপ্ত হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম আজাদ।

প্রার্থী ছিলেন উপজেলা আওয়ামীলীগ নির্বাহী কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন ভূইঁয়া ও ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype