
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর ৬৭তম জন্মদিন উপলক্ষ্যে রাউজান পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুছা আলম খাঁন চৌধুরীর ব্যবস্থাপনায় খতমে কোরআন,দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়।
৬ নভেম্বর (শনিবার) বাদে মাগরিব গহিরা এফ কে জামেউল উলুম বহুমুখী কামিল মাদ্রাসার হেফজখানয় আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাউজান পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মুছা আলম খাঁন চৌধুরী, অর্থ সম্পাদক জসিম উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, আ.লীগ নেতা জামাল খাঁন,সালাউদ্দিন খাঁন মাসুদ, উপজেলা যু্বলীগের সহ সম্পাদক সায়েদুল আলম, গহিরা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন, জাহাঙ্গীর হোসেন বাচ্চু, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ খাঁন,প্রচার সম্পাদক হুমায়ুন জনি, মোহাম্মদ ইউছুপ,ওয়ার্ড যু্বলীগের সাধারণ সম্পাদক সালমান শিপুল,উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক আশরাফ চৌধুরী, কে এম হেলাল।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।