
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ায় সাংবাদিক কাজী মহসিনকে সম্মননা দিলেন রাউজান প্রেস ক্লাব। গতকাল ৫ নভেম্বর শুক্রবার জুমার নামাজ ও মাইজভান্ডার দরবার শরীফ জেয়ারত শেষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নব নির্বাচিত যুগ্ন মহাসচিব কাজী মহসিনকে সম্মাননা স্মারক প্রদান করেন রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে সম্মননা প্রদান অনুষ্টানে উপস্থিত ছিলেন সাংবাদিক খোরশেদুল আলম শামীম, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, প্রদীপ শীল, রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবি, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ,লোকমান আনসারী, আরফাত হোসাইন।