
বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট ( ব্রি)ফলিত গবেষণা বিভাগ কর্তৃক ব্রি ধান ৮৭ ও ব্রি ৯৩ এর নমুনা শষ্যকর্তন ও মাঠ দিবস মানিকছড়িতে পালিত হয়েছে। ৩ নভেম্বর বিকেল সাড়ে ৩ টায় উপজেলার ডলু কৃষি ব্লকে অনুষ্ঠিত হয় ব্রি-ধান ৮৭ ও ৯৩ এর নমুনা শষ্যকর্তন ও মাঠ দিবস সভা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসিনুর রহমানের সভাপতিত্বে এবং সহকারি কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ এর পরিচালনার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের (ব্রি) বৈজ্ঞানিক কর্মকর্তা মীর মেহেদী হাসান ও সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাঈম আহম্মদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. সালাউদ্দিন কাউসার আফ্রাদ। এতে বক্তব্য রাখেন, কৃষক মো.ইদ্রিস মিয়া ও উপজেলা কৃষক লীগ সভাপতি শাহ আলম।