মঙ্গলবার-১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড়ে জাতীয় যুব দিবস পালিত

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়(খাগড়াছড়ি)সংবাদদাতা: ‌’দক্ষ যুব সমৃদ্ধি দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে জাতীয় যুব দিবস ২০২১উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্যেদিয়ে দিবসটি পালিত হয়।

আজ ১ নভেম্বর (সোমবার) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন অফিসে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি অফিসার আলী আহম্মেদ সহ প্রমুখ।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম সরকার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার পাটোয়ারী। এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন স্থানীয় সংবাদকর্মী ও সাংস্কৃতিক সংগঠক রতন বৈষ্ণব ত্রিপুরা, সফল যুব সদস্য নিজাম উদ্দিন।

যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশর পাটোয়ারী এ প্রতিনিধিকে বলেন, প্রশিক্ষিত ২৪ জন যুব সদস্যের মাঝে ১১ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ। উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, যুব প্রশিক্ষিত সদস্যসহ যুব সমিতি’র সদস্যরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype