
নগরজুড়ে ভোক্তা অধিকারের অভিযান; সিজলসহ ৯ প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা
নিউজ ডেস্কঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম এর বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৪৬,০০০(ছেচল্লিশ হাজার টাকা) প্রশাসনিক জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনাকালে মেয়াদ উত্তীর্ণ চকোলেট, কেক অননুমোদিত ওষুধ ও নকল চেরি ধ্বংস করা হয়।
আজ মঙ্গলবার ০৭ জুলাই বেলা ১০টা থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।
ইপিজেড থানার সিজল এর পরিবেশক জসিম ফুডসকে মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য (চকোলেট) ও বার্থডে কেক রাখায় ৫,০০০ টাকা জরিমানা করে বর্ণিত পণ্য ধ্বংস করা হয়। একই এলাকার মাসুদা মেডিসিন শপকে স্যাভলনের মূল্য ঘষামাজা করে বেশি দামে বিক্রয় করায় ১০,০০০ টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
পতেঙ্গা থানার কাটগড় বাজারের নাহার বেকারিকে নকল চেরি ব্যবহার ও ছাপা সংবাদপত্র ব্যবহার করে বেকারি পণ্য সংরক্ষণ করায় ১০,০০০ টাকা জরিমানা করা হয়। একই বাজারের ফরায়েজী স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩,০০০ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ এলাকার মেসার্স নিরাময় ফার্মেসিকে অননুমোদিত ওষুধ সংরক্ষণ করায় ৫,০০০ টাকা জরিমানা করে বর্ণিত ওষুধ ধ্বংস করা হয়। একই এলাকার অপটিক্যাল পয়েন্টকে মেয়াদ বিহীন স্যানিটাইজার রাখায় ৩,০০০ টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
কাজীর দেউড়ী বাজারের রফিকের মাংসের দোকানকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া আগ্রাবাদ এলাকায় বেশি দামে স্যাভলন বিক্তয়ের প্রস্তাব করায় ফুটপাতের বিক্রেতা আইয়ুবকে ২,০০০ টাকা জরিমানা করে সতর্ক করা হয়। একই এলাকার সাকিব সু স্টোরকে ফুটপাতে রেখে বেশি দামে স্যানিটাইজর বিক্রয়ের প্রস্তাব করায় ৫,০০০ টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
এসময় ভোক্তাসাধারণকে নিরাপদ দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করতে, মাস্ক-গ্লভস পরিধান করতে অনুরোধ করা হয়। পাশাপাশি কোন বিক্রেতা যদি অধিক মূল্যে পণ্য বা ঔষধ বিক্রয় করে অথবা বিক্রয়ের প্রস্তাব করে তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১ এ অভিযোগ জানাতে বা তথ্য দিতে অনুরোধ করা হয়।
জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান ।