
আন্তর্জাতিক ডেস্ক : মাথার উপরে খোলা আকাশ আর এক পাশে পাহাড়। লেকের পাশে এমন পরিবেশে বসে সিনেমা দেখার চিন্তাভাবনা অনেকের কাছে কল্পনা মনে হলেও এখন আর তা কল্পনা নয়। ভারতের কাশ্মীরে ডাল লেকে চালু হলো এমনই ভাসমান সিনেমা হল। আর এটি এশিয়ার প্রথম ভাসমান সিনেমা হল।
২৯ অক্টোবর (শুক্রবার) লেকে ভাসমান থিয়েটার চালু হয়। এতে পর্যটকরা লেকে বসেই সিনেমা দেখতে পারবেন। লেজার শো এবং স্থানীয় নৃত্যশিল্পীদের নাচের মধ্যে দিয়ে চালু হয় হলটি।
হলটি চালুর প্রথম দিন পর্যটনদের দেখানো হয় বলিউডের জনপ্রিয় ছবি ‘কাশ্মীর কি কলি’। শাম্মী কাপুর ও শর্মিলা ঠাকুর অভিনীত এই সিনেমাটির অনেকাংশই শুটিং হয়েছিল কাশ্মীর অঞ্চলে। ডাল লেকের নেহরু পার্কে শুটিং হওয়া সিনেমাটির ‘দিওয়ানা হুয়া বাদল’ গানটি বেশ জনপ্রিয়।
জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব অরুণ কুমার মেহতারের ভাষ্যমতে, প্রথম থেকেই শ্রীনগরের এই ডাল লেক পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। পর্যটকরা এখানে বেড়াতে আসলে অবশ্যই ডাল লেকে শিকারা ভ্রমণ করেন। এ জন্য তাদের ভ্রমণকে আরও আকর্ষণীয় করার জন্য এই উদ্যোগ। আশা করছি এতে কাশ্মীরের পর্যটন শিল্পের অনেক উপকার হবে।