বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাউজানে আজিমুশশান মাইজভাণ্ডারী সম্মেলন

রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা-২ ও করম আলী হাজীর বাড়ির যৌথ উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যদিয়ে দুইদিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)”এর চন্দ্রবার্ষিকী শরীফ উদযাপিত হয়েছে।

কর্মসূচীর মধ্যে ছিল প্রথমদিনে বর্ণাঢ্য র‌্যালী,খতমে বোখারী শরীফ,তাওয়াল্লাদে গাউছিয়া ও জিকিরে ছেমা মাহফিল।বৃহস্পতিবার ২য় দিনের কর্মসূচীতে খতমে কোরআন,খতমে গাউছিয়া ও আজিমুশশান মাইজভাণ্ডারী সম্মেলন।চিকদাইর আব্দুল আলী জামে মসজিদ সংলগ্ন হযরত গাউছুল আজম মাইজভান্ডারী ঈদগাহ ময়দানে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন খতিব আল্লামা নুরুচ্ছাপা, উদ্বোধনী বক্তব্য রাখেন জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ইংরেজি বিভাগের সি.শিক্ষক মোহাম্মদ আবু তাহের।

প্রধান বক্তা ছিলেন বায়েজিদ কুলগাঁও আহছানুল উলুম গাউছিয়া কামিল এম. এ মাদ্রাসার মুহাদ্দিস হযরতুলহাজ্ব আল্লামা ইদ্রিস আনচারী, বিশেষ বক্তা ছিলেন বায়েজিদ আহমদিয়া রহমানিয়া হাসেমিয়া আলতাফিয়া মাদ্রাসার প্রতিষ্ঠিত আল্লামা মুফতি ইলিয়াছ হোসাইনী, সীতাকুণ্ডা মাদামবিবির হাট বাইতুন নুর শাহী জামে মসজিদের খতিব আল্লামা হাফেজ বোরহান উদ্দীন তালুকদার।

রাউজান প্রেসক্লাবের সদস্য ও সংগঠনের সাবেক দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ ও প্রচার সম্পাদক কোরবান আলী মিনকু’র যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী,সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আলমগীর আলম,মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী,রাউজান প্রেসক্লাব সভাপতি শফিউল আলম,ইউপি সদস্য জানে আলম, সাদিকুজ্জামান শফি,সংগঠনের সভাপতি রোকন উদ্দিন ফারুকী,সাধারণ সম্পাদক আক্কাছ উদ্দিন মানিক।

আরো উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়ক আনিসউল খাঁন বাবর,ফটিকছড়ি সমন্বয়ক আখতারুজ্জামান বাবর,মাওলানা ফরিদুল আলম, তছলিম উদ্দিন, হাফেজ দৌলত,ছালে জঙ্গীর,আবুল হোসেন কালু, জাঙ্গীর হোসেন টিটু,জাহাঈীর আলম,মঈনুদ্দিন মানিক,আলমগীর হোসেন খালেক,আলী আজগর, ওসমান,মিনহাজ,রাকিব হোসেন,মোঃ রাহাত, সাকিব, মোফাচ্ছেল, রমজান, খোরশেদ,সাহেদ,জালাল,ইয়াকুব,রিফন,রহমান,রাসেল,নিশাত,রবিউল, জিল্লুর রহমান,শওকত,নয়ন, ইমন,ফোরখানসহ অনেকেই।

মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত ও তাবরুক বিতরন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype