
ঠাকুরগাঁও জেলার নবাগত সদর উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানালেন রুহিয়া থানা প্রেসক্লাব । ২৮ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা প্রেসক্লাব নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ শামসুজ্জামানকে ফুলের শুভেচ্ছা জানান এবং সৌজন্য আলোচনা করেন।
এসময় উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আমিনুল হক, সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম, সহ সভাপতি মজহারুল ইসলাম বাদল, দপ্তর সম্পাদক কায়সার হোসেন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক কুদরত আলী, সদস্য আলহাজ্ব ইব্রাহিম জামান, রুবেল রানা, ফারুক হোসেন প্রমূখ । সৌজন্য সাক্ষাৎতে উপজেলা নির্বাহী অফিসার রুহিয়া থানা প্রেসক্লাবের সার্বিক খোঁজ খবর নেন এবং মানসম্মত ও তথ্য ভিত্তিক সংবাদ সংগ্রহ করার আহবান জানান। এছাড়াও সাংবাদিকদের মঙ্গল কামনা সহ প্রেসক্লাবের উন্নয়ন সম্পর্কে আলোচনা করেন। উল্লেখ্য, গত ১৩ অক্টোবর ২০২১ তারিখে ঠাকুরগাঁও সদর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহন করেন আবু তাহের মোঃ সামসুজ্জামান।