বুধবার-১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাউজান খৈয়াখালী রত্নাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

বক্তব্য রাখছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব ইঞ্জিনিয়ার আল রোমান

রাউজান উপজেলার ধর্মগ্রাম খৈয়াখালী রত্নাংকুর বিহারে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভিয্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ।
দুইদিন ব্যাপি অনুষ্ঠান মালায় ২৫ অক্টোবর ছিল বিশ্ব শান্তি কামনায় ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক থেকে সুত্রপাঠ । মুল অনুষ্ঠান শুরু হয় ২৬ তারিখ মংগল বার ।

সারাদিন ব্যাপি অনুষ্ঠান মালার মধ্যে ছিল সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন ২২তম সংঘনায়ক চন্দ্রজ্যোতি মহাস্থবির ও শিক্ষাবিদ সম্বুধানন্দ থের এর শ্মশানে ফুল দিয়ে শ্রদ্ধা বুদ্ধ পুজা, অষ্টপরিস্কার সহ সংঘদান ও জ্ঞাতীভোজন ।
বিকালে শুরু হয় সংবর্ধনা ও ধর্মসভা । এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৯তম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের ।

কঠিন চীবর দানানুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বান্দরবার বুদ্ধ ধাতু জাদীর অধ্যক্ষ গুনবন্ধন পাঞা মহাথের ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত সুনন্দ মহাথের , রাজগুরু অভয়ানন্দ মহাথের গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব ইঞ্জিনিয়ার আল রোমান । ভদন্ত সুমঙ্গল থের ও তাপস বড়ুয়ার সঞ্চালনায় প্রধান ধর্মদেশকের আসন গ্রহন করেন খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত উ পঞা চক্ক মহাথের ও ধর্মদেশকের আসন গ্রহন করেন পাচখাইন অমরানন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত তিসসনন্দ মহাথের ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম-মহাসচিব ড. প্রিয়দর্শী মহাথের ।

উপস্থিত ছিলেন ভদন্ত অরুনান্দ মহাথের , দেবানন্দ মহাথের , পরমানন্দ মহাথের , সুমন প্রিয় মহাথের ধর্মপ্রিয় থের , ধর্মানন্দ থের , দেববংশ থের, সহ পন্ডিত প্রবর ভিক্ষু সংঘ ।

 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার দিবাকর বড়ুয়া , অবসর প্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা কুঞ্জলতা বড়ুয়া , ইতিহাস৭১ টিভি ও নাগরিক দর্পন এর প্রকাশক সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা ,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারন সম্পাদক আবুল বশর ।

অনুষ্ঠানে যুগ্ম-সচিব ইঞ্জিনিয়ার আল রোমান ও গ্রামের তিনজন নারী ডাক্তার সহ অতিথি ভিক্ষু সংঘদের সম্মাননা ক্রেষ্ট ও উত্তরীয় দিয়ে সম্মানিত করা হয় ।
সব শেষে ফানুষ উত্তোলন ও প্রদীপ প্রজ্জলন করা হয় ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype