
প্রবারনার পর শুরু হয়েছে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উৎসব । দীর্ঘ তিন মাস বর্ষাব্রত পালনের পর প্রবারনা পুর্নিমাতে ফানুষ ওড়ানোর মাধ্যমে শেষ হয় বর্ষাব্রত পালন । এরপর একমাস ব্যাপি শুরু হয় প্রত্যেক বিহারে কঠিন চীবর দান উৎসব ।
তারি ধারাবাহিতায় আগামীকাল রাউজান উপজেলার পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে কঠিন চীবর দান ধর্মীয় ভাবগাম্ভিয্যের মাধমে অনুষ্ঠিত হবে ।
এতে একক ধর্মদেশক হিসেবে উপস্থিত থাকবেন খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত উ পাঞা চক্ক মহাথের ।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসচিব ভদন্ত সোবিতানন্দ মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথির আসন গ্রহন করবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক ভদন্ত অরুনানন্দ মহাথের ।
বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক পরমানন্দ মহাথের ।
ধর্মদেশক থাকবেন ভদন্ত ধর্মপ্রিয় থের ও পূর্নানন্দ থের ।
এই পূন্যময় অনুষ্ঠানকে সুন্দর স্বার্থক করার জন্য সকল ধর্মপ্রান উপাসক উপাসিকাদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে বিহার পরিচালনা কমিটির সভাপতি ভদন্ত বুদ্ধানন্দ থের ও সাধারন সম্পাদক পিকলু বড়ুয়া ।
আজ যথাযোগ্য মর্যাদায় প্রবারনা উৎসব পালন করা হয়েছে । সকালে বুদ্ধ পুজা , ও সমবেত প্রার্থনার মাধ্যমে দেশ ও দেশের মানুষের কল্যান কামনা করা হয় ।
সন্ধ্যায় যুবকদের আয়োজনে দুইশত একটি ফানুষ উত্তোলন করা হয়া ।