রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সিলেটের রাজপথে শান্তির শোভাযাত্রা ও সম্প্রীতির সমাবেশ

রংপুরের পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বাটের হাট এলাকায় সংখ্যালঘু ১৫-২০টি বাড়িঘর পুড়িয়ে দেয়া ও বিভিন্ন মন্দিরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও যুবলীগ।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার কানায় কানায় ভরে যায়। সিলেট জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল নগরীর সুরমা মার্কেট থেকে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে পৌছায়। পরে সেখানে শান্তি ও সম্প্রীতির সমাবেশ হয়।

এরপরই আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করে সমাবেশ করে। আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের নেতাকর্মীরা সাম্প্রদায়িকতা রুখে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান এবং দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। শহীদ মিনারে সিলেট জেলা যুবলীগের সমাবেশে জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেছেন, জাতির পিতা সব সময় অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। সংবিধান থেকে শুরু করে বাস্তব জীবনেও তিনি এর প্রতিফলন ঘটিয়েছেন।

এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই মানুষ। তাই বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন ধরণের সাম্প্রদায়িকতার স্থান নেই। তিনি বলেন, যারা ধর্মীয় গুড়ামি নিয়ে সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালায়, আগুন দেয়, এরা মানুষ নয়। তারা সন্ত্রাস। আর সন্ত্রাসের কোন জাত নেই, ধর্ম নেই। তাই সাম্প্রদায়িক সন্ত্রাসীদের রুখে দিতে যুবলীগ সব সময় প্রস্তুত রয়েছে।

১৯ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২টায় সিলেট জেলা যুবলীগের উদ্যোগে ‘সাম্প্রদায়িক সন্ত্রাস: রুখে দাও বাংলাদেশ’ এ স্লোগানে শান্তি ও সম্প্রীতির র‌্যালীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সমাবেশ ও র‌্যালী পরিচালনা করেন সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ।

এসময় তিনি বলেন, এসময় তিনি বলেন, শান্তি ও সম্প্রীতির দেশ বাংলাদেশ। যেখানে মানুষ শান্তিতে রয়েছে। কিন্তু একটি সন্ত্রাসী গোষ্ঠী দেশকে উশৃঙ্খল করতে নানা অপতৎপরতা চালাচ্ছে। তারা সংখ্যালঘুদের বাড়ি ঘরে আগুন নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। যা কোনদিনই সম্ভব নয়। তিনি বলেন, যুবলীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হতে, যাতে সিলেটে কোন ধরণের সাম্প্রদায়িকতা দেখা না যায়। র‌্যালীতে সিলেট জেলা যুবলীগের আওতাধীন বিভিন্ন উপজেলা ইউনিয়ন ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগেও নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।

এর আগে গতকাল সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরাও সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোডাউন ও সমাবেশ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype