মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কোতোয়ালী এলাকায় এক হাজার ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

কোতোয়ালী এলাকায় এক হাজার ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

নিউজ ডেস্কঃ

নগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজ ঘাট মোড়স্থ জননী স্টোরের সামনে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় ১০০০(এক হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আজ সোমবার ৬ জুলাই দিবাগত বিকাল ৬ .০০ টার সময় নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজার ব্রীজ ঘাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান।

আটককৃত আসামী হল, মোঃ সোহাগ (২২) পিতা- মৃত -সিরাজ, মাতা-রাশেদা বেগম, সাং- চর খলিফা( দফাদার বাড়ি) , ৮ নং ওয়ার্ড, পোষ্ট- দিদারুল্লাহ,থানা- দৌলতখান জেলা- ভোলা

চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে কোতয়ালী সার্কেল পরিদর্শক জনাব মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজার ব্রীজ ঘাট মোড়স্থ জননী স্টোরের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০০( এক হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজ ঘাট মোড়স্থ জননী স্টোরের সামনে অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবত নগরীর বিভিন্ন স্থানে মাদক বেচা কেনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় পরিদর্শক মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype