
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল দিবস ২০২১ উপলক্ষে মানিকছড়ি উপজেলার ডলু ডিপি পাড়া এলাকায়
১৮অক্টোবর সোমবার সকাল ১১টায় শিশুদের হাতে তাল গাছ রোপন করা হয়েছে। মানিকছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর সহযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মো.জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা সালাউদ্দিন কাউসার আফ্রাদ,উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুমন গুপ্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা উমা প্রসাদ বড়ুয়া ও তিনটহরী ইউপি সদস্য মো.জয়নাল আবেদীন প্রমূখ।
সৈয়দ মোহাম্মদ ফরিদ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন অঞ্জন কুমার নাথ,পরে তাল গাছ রোপন করেন বড় ডলু উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণী ছাত্রী সুমাইয়া আক্তার ও ২য় শ্রেণী ছাত্র সাজ্জাদ হোসেন সাকিব।