
জিষ্টিকস্ এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
‘শেখ রাসেল দিবস’ উদযাপনের অংশ হিসেবে ‘শেখ রাসেল স্মৃতি আন্তস্কুল ফুটবল টুর্নামেন্ট’ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার ঢাকা সেনানিবাসে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন লজিষ্টিকস্ এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা অঞ্চলে কর্মরত ঊধ্বর্তন কর্মকর্তাগণসহ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত স্কুলসমূহের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ঢাকা অঞ্চলের সর্বমোট ১০টি স্কুলের ছাত্র-ছাত্রী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
এর পাশাপাশি আবেগঘন এই দিবসটি পালনের অংশ হিসেবে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সকল ক্যাডেট কলেজ ও স্কুলসমূহে শেখ রাসেল এর জীবনীর উপর আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনসহ ‘শেখ রাসেল কর্ণার’ স্থাপন করা হচ্ছে।