
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল দিবস – ২০২১ উপলক্ষে এক আলোচনা সভা- সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে রামগড় উপজেলা প্রশাসন।
১৮ অক্টোবর(সোমবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা শুরু হয়। এর আগে পরিষদ কার্যালয় সম্মুখে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সহকারী শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান, সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক জান্নাতুল নাঈম, বীর মুক্তিযোদ্ধা ভূপেন ত্রিপুরা, মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।

এতে আরো বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুল ইসলাম প্রমূখ। পরে আলোচনা সভা শেষে উপস্থিত বক্তৃতা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলেদেন।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।