মঙ্গলবার-১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাউজানে ১৪টি ইউনিয়নে ১১৪জন গ্রাম পুলিশ পেল বাই-সাইকেল

চট্টগ্রামের রাউজানে ১৪টি ইউনিয়নে ১১৪জন গ্রাম পুলিশকে প্রদান করা হলো বাই-সাইকেল এবং ১৭জন ক্যান্সর আক্রান্ত রোগীকে ৫০ হাজার টাকার চেক বিতরণ, কৃষকদের মাঝে সার-বীজ ও পোকা প্রতিরোধক উপকরণ ও প্রতিবন্ধীকে হুইল চেয়ার, প্রত্যেক বিহারে ৫০০ কেজি করে ১৩৬টি বৌদ্ধ বিহারে চাল বিতরণ করা হয়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। রাউজান উপাজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজসহ আ’লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype