
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, অতীতে যারা পদ্মাসেতু নিয়ে নানা ধরণের গুজব রটিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশ ও মানুষের কল্যাণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সেই একই মহল এই ঘটনা ঘটিয়েছে। মন্ত্রী আজ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ কথা বলেন।
যারা এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানভাবে গুজব রটনা করেছে এবং করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে ড. হাছান মাহমুদ বলেন, আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজা উদযাপন করুন, জনগণ ও সরকার আপনাদের পাশে আছে