রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সততা ও দায়িত্বশীলতার সাথে রাউজানের সাংবাদিকরা কাজ করছেনঃ মেয়র জমির উদ্দিন পারভেজ

রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, সততা ও দায়িত্বশীলতার সাথে রাউজানের সাংবাদিকরা কাজ করছেন দীর্ঘদিন থেকে। হলুদ সাংবাদিকতা আবরনে কিছু ভূঁইফোর সৃষ্টি হলেও প্রকৃত সাংবাদিকতায় কোন প্রভাব পড়বে না। দৃঢ়তা ও একাগ্রতায় কলম সৈনিকদের বাস্তব লেখনি দেশ আজ উন্নত বিশ্বের কাতারে উন্নীত হয়েছে। সরকারের উন্নয়নমূখী কর্মকান্ড ও শেখ হাসিনার রূপকল্প ভিশন টুয়েন্টি টুয়েন্টি আমরা সফল হয়েছি। আমরা মধ্যম আয়ের দেশের স্বীকৃতি অর্জন করেছি। এবার ভিশন এক চল্লিশ বাস্তবায়নে সরকার কাজ করছেন। ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিনত হবে শেখ হানিার নেতৃত্বে। তাই ২০৪১ সালের রূপকল্প বাস্তবায়নে সাংবাদিকদের আরো বেশি ভূমিকা রাখতে হবে। তিনি গতকাল ১২ অক্টোবর বিকালে রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে উপরোক্ত কথা গুলো বলেন। রাউজান রাবার বাগানস্থ গিরি ছায়ায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম। এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সহ সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আমীর হামজা, সদস্য লোকমান আনচারী, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ, মোহাম্মদ আরাফাত হোসাইন, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype