
শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠীতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতা কেটে পুজার আনুষ্ঠানিকতা উদ্বোধন করলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার কেন্দ্রীয় রাজশ্যামা কালি মন্দিরে দুর্গাপুজার মহাষষ্ঠী উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
এ সময় সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সজল বরণ সেন, উপজেলা কমিটির সভাপতি রুপেন পাল, মন্দির কমিটির উপদেষ্টা অজিত কুমার নাথ, সভাপতি বাদল কান্তি সেন, সাধারণ সম্পাদক তুষার পাল, পুজা উদযাপন কমিটির সভাপতি ডা. অমর কান্তি দত্ত, সাধারণ সম্পাদক আদিত্য ভট্টাচার্য প্রমূখ। অতিথিরা মঙ্গল প্রদীপ প্রজ্জ্বল ও ফিতা কেটে মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন।