রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড় পৌর নির্বাচন; ৩৭ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৩৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছন।

জেলা নিবার্চন অফিসার ও রামগড় পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ এর রির্টানিং অফিসার মোহাম্মদ সাইদুর রহমান এ প্রতিনিধিকে জানান,আজ রবিবার (১০অক্টোবর)মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ১ জন,সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৭জন এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৯জন। সর্বমোট ৩৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে জানান।

নির্বাচন কমিশনের(ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর ইভিএমের মাধ্যমে রামগড় পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলে শেষ তারিখ ৯অক্টোবর থেকে বাড়িয়ে আজ ১০ অক্টোবর পর্যন্ত ছিলো। মনোনয়রপত্র বাছাই ১১ অক্টোবর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর। পৌরসভায় মোট ভোটার ২০হাজার ৮শত ৮৬ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৮শত ৬১জন ও মহিলা ১০ হাজার ২৫ জন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype