শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১১ ব্যাচের পুনর্মিলন অনুষ্ঠান

পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১১ বর্ষের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে রাজবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়টির ২০১১ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এই পুনর্মিলনীর অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুইচিং মারমা এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অভি দাশ, মো. জাহিদুল ইসলাম, রিফায়েত হোসেন রাকিব, অন্তু সেন ও খাইরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যজ মারমা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো. নুরুজ্জামান, রুকু আক্তার ও তন্দ্রা বড়ুয়া।

এসময় কেক কেটে পুনর্মিলনী উদযাপন করেন সাবেক শিক্ষার্থীরা। এসময় শিক্ষকদের হাতে সম্মাননা স্বরুপ ক্রেস্ট তুলে দেন শিক্ষর্থীরা। পরে বিদ্যালয় কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন প্রধান অতিথি ক্যজ মারমা। এসময় সকলের মঙ্গলকামনা করে তিনি বলেন, এই বিদ্যালয়ের পিএসসি ব্যাচের মধ্যে তোমাদের ব্যাচটি অন্যতম একটি ব্যাচ। তোমাদের নিয়ে অনেক আশা আকাঙ্খা ছিল এখনও আছে। আমার আশা তোমরা আরও অনেক বড় হবে। দেশের জন্য কাজ করবে দেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমদের স্কুলের নাম আরও উজ্জ্বল করবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype