
রাউজান উপজেলা পরিষদের উদ্যোগে বিনামুল্যে দরিদ্র পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। ৮ অক্টোবর শুক্রবার সকাল থেকে সারাদিন দরিদ্র অসহায় পরিবারের সদস্যদের বিনামুল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। বিনামুল্যে চিকিৎসা কার্যক্রমের মনিটারিং করেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর আলম দীন, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ। বিনা মুল্যে চিকিৎসা সেবা প্রদান করেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ বাসনা মুহরী, গাইনি বিশেষজ্ঞ ডাঃ হাসিনা বেগম,, ডাঃ শহিদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর আলম দীন সহ কয়েকজন চিকিৎসক প্রমুখ।