সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষে রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা

খাগড়াছড়ি রামগড়ে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদার এর সভাপতিত্বে সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা নিজ নিজ মণ্ডপে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের সকল প্রস্তুতির কথা জানান। এ বছর রামগড় ২টি পূজা মণ্ডপে যথাযোগ্য মর্যাদায় ভাবগাম্ভীর্যের মধ্যে আসন্ন শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সভায় বক্তব্য রাখেন, রামগড় থানার ওসি (তদন্ত) রাজিব চন্দ্র কর, সংরক্ষিত মহিলা সদস্য ও কাউন্সিলর কণিকা বড়ুয়া, আনসার ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইফতেখার উদ্দিন, শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রমোদিত বিহারী, গর্জনতলী শ্রী শ্রী বাসন্তি দূর্গামন্দির কমিটির সাধারণ সম্পাদক রিপন চন্দ্র নাথ,স্থানীয়দের সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, রতন বৈষ্ণব ত্রিপুরা, করিম শাহসহ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype