
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় কোভিড-১৯ ভ্যাক্সিন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে একযোগে রুহিয়া থানার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে বসবাসরত মানুষদের ভোটার আইডি কার্ড দেখে প্রদান করা হয় করোনার টিকা। সকালে ১৪নং রাজাগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার। রুহিয়া থানায় ০৫ টি ইউনিয়নের বিভিন্নস্থানে বুথ স্থাপনের মাধ্যমে করোনা টিকা প্রদান করা হয়। এ সময় বয়স্ক নারী পুরুষ ও প্রাপ্ত বয়স্কদের প্রধান্য দেয়া হয়।
রেজিষ্ট্রেশন কার্যক্রমের মাধ্যমে ও রেজিষ্ট্রেশন ছাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে আসা সাধারণ জনগনকে টিকা প্রদান করা হয়। ভোগান্তি ছাড়াই টিকা দিতে পেরে খুশি স্থানীয়রা। রাজাগাঁও ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচীর অংশ হিসেবে আমরা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের মানুষকে টিকা প্রদান করছি। টিকা পাওয়ায় মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
আমরা চাই করোনা মহামারি ঠেকাতে এভাবে ইউনিয়নের প্রতিটি মানুষকে যেন টিকার আওতায় আনতে পারি।সাধারণ মানুষ স্বাচ্ছন্দে টিকা গ্রহন করতে পারছে। পর্যায়ক্রয়ে সকলেই এ টিকার আওতায় আসবে।