
ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ল ঢোলারহাট এলাকায় আগুনে পুড়ে ৩টি পরিবারের ১৩টি ঘর ভস্মিভূত । ২১ সেপ্টেম্বর (মংগলবার) দিবাগত রাতে ২১নং ঢোলারহাট ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মোসলিম উদ্দিন মাষ্টার সহ আরো কয়েকটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে মসলিম উদ্দিনের ঘরের সর্বস্ব পুড়ে যায়। অগ্নিকান্ড ৩টি পরিবারের নগদ টাকা, চাল কাপড় -চোপড়, বাসন-কোসন সবই আগুনে ভস্মিভূত হয়ে যায়।
এছাড়াও মোসলেমউদ্দিনের নগদ টাকা, টিভি, ফ্রিজ, ল্যাপটপ এবং স্বর্ণলংকার পুড়ে যায়। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত স্থানীয়দের ধারণা। প্রাথমিকভাবে ক্ষয় ক্ষতির পরিমাণ প্রায় ২৩ লক্ষ টাকা হবে বলে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার সুত্রে জানা যায়। রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন